Responsive Ads Here

Wednesday, January 10, 2018

দ্য এ্যালকেমিস্ট বই এর রিভিউ


" কেউ যখন সত্যি সত্যি কিছু চায়, পুরো বিশ্বব্রক্ষ্মান্ড তাকে সেটা পাইয়ে দেবার জন্য ফিসফাস শুরু করে দেয়।" এমনই অনেক স্বপ্ন,ভাবনা, লক্ষ, প্রাপ্তির সংমিশ্রণ নিয়ে বইটি লিখেছেন পাওলো কোয়েলহো- "দ্য এ্যালকেমিস্ট"......
অভিযান বলতে আমরা সাধারণত যা বুঝি তার মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দিয়েছেন তিনি এই এ্যালকেমিস্টে। মূলত এটা জীবন পথে অভিযানের এক অসাধারণ কাহিনী। মানুষের পরিপূর্ণতার পথে যাত্রার কাহিনী। সত্যি বলতে আমি খুব কমই এমন দিকনির্দেশনামূলক বই দেখেছি। উল্লেখিত বিষয়গুলো ছাড়াও এখানে আর যেটা খুব সুন্দর প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে " ভালোবাসা।" লক্ষ অর্জনের পথে আমাদের অনেকের ধারনানুযায়ী ভালোবাসা শব্দটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে!  এটা ভিত্তিহীন ধারণা ছাড়া কিছুই না।কেননা,
ভালোবাসা কাউকে কখনো লক্ষ থেকে সরিয়ে দিতে চায় না। কেউ যদি লক্ষ ছেড়ে দেয়,বুঝতে হবে সে ভালোবাসা সত্যি নয়... সে ভালোবাসা, যা জগতের ভাষায় কথা বলে। আর স্বপ্ন?? সে তো সৃষ্টিকর্তার ভাষা। তাই একটা স্বপ্নকে সত্যি করে দেখা,জীবনটাকে আরো একটু একটু সাজিয়ে নেয়া, সূর্যের দিকে তাকিয়ে গতি আরো একটু বাড়ানো, এই সবই মনের ভেতর হানা দেয়।এখন কথা হচ্ছে, এ্যালকেমিস্ট কি? উত্তর হিসেবে বলা যায়, এ্যালকেমিস্ট এমন এক মানুষ যিনি প্রকৃতিকে বোঝেন, বোঝেন বিশ্বকে। আত্মার ভাষা যিনি বোঝেন।তাদের মতে, ভালোবাসার কথা জানলে আমরা আত্মার ভাষাও বুঝতে পারব। আত্মার শুদ্ধি বড় শুদ্ধি। বিশ্বের আত্মা শুদ্ধ হয় কি করে জানো? মানুষের আনন্দে। নিজের লক্ষ পূরনে এই আনন্দ ভীষণভাবে কার্যকর। 
এই বইটিতে একটা ব্যাপার খুব স্পষ্ট যে, যখন আমরা বর্তমানের চেয়ে  ভালো হতে চাই, তখন আমাদের চারপাশের সবকিছুও তার সাথে ভাল হয়ে যায়! আর ভালো হওয়ার পথে ভয়টাকে পাত্তা দিতে নেই। এ্যালকেমিস্ট তাই সহজ ভাষায় বলেছেন," ভয়ের কছে মাথা পেতে দিও না, দিলে হৃদয়ের সাথে আর কথা বলতে পারবে না! সোজা কথায়, জীবনের লক্ষগুলো বাস্তবায়নের সহায়ক এই এ্যালকেমিস্ট। গুপ্তধনের মতো করে জীবনের অনেকগুলো না বলা সূত্র এতে উল্লেখিত আছে। তাই জীবনটাকে উপলব্ধি করার অন্যতম হাতিয়ার হিসেবে এ্যালকেমিস্ট অনন্য। 
লক্ষে  পৌছানোর ব্রক্ষ্মাস্ত্র তো এটা যে, " তোমার হৃদয়ের কথা শোনো। সে সব জানে,কারণ, সে এসেছে আত্মার কাছ থেকে। আর একদিন সেখানেই ফিরে যাবে।"

বইপোকা বই সংগ্রহ করা এবং পড়াই আমার কাজ। কোন বই মাথায় এলে যেখানেই থাকুক আমি যোগাড় করে পড়বই পড়বো। যাইহোক আশারাখি আমার রিভিউ ভাল লাগবে।

রিভিউটি লিখেছেনঃ মাহিন আফ্রোজ মিতু

No comments:

Post a Comment